আন্তর্জাতিক ডেস্কঃ পুলিশ বাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ফিড়িয়ে নিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়েছে গুলতি আর পাথর। এমন ঘটনার জন্ম দিয়েছে মেক্সিকোর উপকূলীয় পৌর শহর আলভারাদোর কর্তৃপক্ষ।
সঙ্ঘাত ও অপরাধ কবলিত এই শহরটিতে যেখানে প্রতিনিয়ত পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধি করা দরকার, সেখানে উল্টো কেড়ে নেয়া হয়েছে তাদের অস্ত্র। আর প্রাদেশিক সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই শহরটির মেয়ার পুলিশ বাহিনীর হাতে তুলে দিয়েছেন গুলতি আর পাথর। গুলতি দিয়ে পাথর ছুড়েই এখন তাদের কাজ করতে হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে।
অবশ্য ঘটনাটি নিয়ে হাস্যরসের সৃষ্টি হলেও যথাযথ কারণও আছে এর- ভেরাক্রুজ প্রদেশের ছোট্ট শহর আলভারাদোর পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ১৩০ জন। সম্প্রতি এক ‘কন্ট্রোল টেস্টে’ দেখা গেছে তাদের মধ্যে মাত্র ৩০ জন সঠিকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে জানে, বাকি একশ জন অস্ত্র তো ঠিকভাবে ব্যবহার করতে পারেই না, এছাড়াও অনেকে আছে এমন যারা পুলিশ বাহিনীতে চাকুরি করার মতো শারীরিকভাবে ফিটও নয়। এরপর ভারাক্রুজ প্রদেশের গভর্ণর মিগুয়েল অ্যাঞ্জেল উনেস লিনারেসের নিদের্শে তাদের অস্ত্র ফিরিয়ে নেয়ার পদক্ষেপ নেয়া হয়।
কিন্তু এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন শহরটির মেয়র বোগার রুইজ রোসাস। তাইতো প্রতিবাদ হিসেবে পুলিশের হাতে তুলে দিয়েছেন গুলতি আর পাথর। আলভারাদো শহরের মেয়র বোগার রুইজ রোসাস বলেছেন, এখানকার পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্যই নতুন নিয়োগকৃত, যাদেরকে প্রাদেশিক পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেয়া দরকার; কিন্তু তার আগেই তাদের দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছে। ফলে তারা অস্ত্র ব্যবহারের দক্ষ হয়ে উঠতে পারেনি।
মেয়র বলছেন, আগামী ১ জুলাই জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের আগে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ বাহিনীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়া হয়েছে। প্রাদেশিক গর্ভনর মিগুয়েল বিরোধী দল সমর্থক। তাই এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে দাবি মেয়রের।
আর প্রাদেশিক গর্ভনরের এই সিদ্ধান্তকে রাজনৈতিক আখ্যা দিয়ে তিনি এর প্রতিবাদেই শুরু করেছন অভিনব কর্মসুচি। একটি অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ বাহিনীর হাতে তুলে দিয়েছেন গুলতি আর পাথরের টুকরা। ভারাক্রুজ রাজ্যটি গত এক দশক ধরেই সহিংসতা আর সঙ্ঘাতময়। গুম, গণহত্যা, খুন সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। গত এক দশকে প্রদেশটিতে খুন হয়েছে অন্তত ২০ সাংবাদিক।
মেয়র যেখানে পুলিশের হাতে গুলতি ও পাথর তুলে দেয়ার অনুষ্ঠান করেছেন তার ঠিক কাছেই কিছুদিন আগে একটি গণকবর থেকে আবিষ্কৃত হয়েছে ৪৭টি মাথার খুলি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: