29 July 2018

হিন্দুদের ছাগলের মাংস খাওয়া উচিত নয়ঃ বিজেপি নেতা


আন্তর্জাতিক ডেস্কঃ হিন্দুদের ছাগলের মাংস খাওয়া উচিত নয়কারণ ছাগল দুধ দেয় এবং সেই দুধ খাওয়া হয়ছাগলের দুধ নিয়মিত খেতেন হিন্দুদের রক্ষাকর্তামহাত্মা গান্ধীএমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বোস

নিজের ভেরিফায়েড টুইটারে চন্দ্র লিখেছেন, ‘গান্ধীজি প্রায়ই কলকাতায় আমার ঠাকুরদা শরৎ চন্দ্র বোসের এক নম্বর উডবার্ন পার্কের বাড়িতে আসতেনতিনি ছাগলের দুধ খেতে অভ্যস্ত ছিলেনসেই কারণেই আমাদের বাড়িতে দুটি ছাগল পোষা হয়েছিলদুধ খাওয়ার জন্য ছাগলকে মায়ের আসনে বসিয়েছিলেন হিন্দুদের রক্ষাকর্তা গান্ধীজিহিন্দুদের সেই ছাগলের মাংসও খাওয়া উচিত নয়

বিজেপি-র সহ সভাপতি চন্দ্র কুমার বোসের এই টুইটের জবাব দিয়েছেন তথাগত রায়চন্দ্র বোসের টুইট রি-টুইট করে তথাগত লিখেছেন, ‘আপনার কথা অনুসারে ছাগল মাতাএমন কথা কখনও গান্ধীজি বা আপনার ঠাকুরদা কেউই কখনও বলেননিগান্ধীজি বা অন্য কেউ কখনও নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করেননিআমরা হিন্দুরা গরুকে আমাদের মা বলে মনে করি, ছাগলকে নয়অনুগ্রহ করে এই ধরনের নোংরা মত ছড়াবেন না

এভাবে চন্দ্রর টুইট নিয়ে প্রতিক্রিয়া দেখা দিলে সংবাদ মাধ্যমের সামনেওে মুখ খুলেন চন্দ্রনিজের অবস্থানে অনড় থেকে তিনি ব্যাখ্যা দেন, ‘গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষের উপরে আক্রমণ করা হচ্ছেতাহলে ছাগল তথা ছাগলের মাংস খাওয়াও বন্ধ হোক এবং গরুর মতো ছাগলকেও মা রূপে গণ্য করা শুরু হোককারণ আমরা ছাগলের দুধও পান করি

রাজনীতির সঙ্গে ধর্মকে কখনোই এক করা উচিত নয় বলে দাবি করেছেন চন্দ্র কুমার


শেয়ার করুন

0 facebook: