29 July 2018

ভারতে গরুচোর সন্দেহে আরও এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গো-রক্ষার নামে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার ঘটনা থামছেই নাএকের পর এক রাজ্যে সন্দেহের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষরাসে তালিকায় যোগ হল আরো এক ব্যক্তিএইবার গুজরাটের দাহোদ শহরে এক ব্যক্তিকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রাখবর এনডিটিভি

খবরে বলা হয়, দাহোদে এক ২২ বছর  বয়সী ব্যক্তিকে গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছেনিহত ব্যক্তির এক বন্ধুর ওপরেও হামলা চালানো হয়েছেতার অবস্থা গুরুত্বর

পুলিশ জানিয়েছে, এলাকায় আগ থেকেই গরুচোর থাকার গুজব প্রচলিত ছিলসে গুজবের ওপর ভিত্তি করে ২০ জন ব্যক্তির একটি দল গত রাতে দুই ব্যক্তির ওপর হামলা চালায়

পুলিশ আরো জানিয়েছে, তারা ওই দুই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেও, একজন ঘটনাস্থলেই মারা যায়দ্বিতীয় ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়তার অবস্থা আশঙ্কাজনক

পুলিশ বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেতবে এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে গুজবের ওপর ভিত্তি করে গো-রক্ষার নামে ও শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ভয়ানক রূপ ধারণ করেছেপ্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন রাজ্যে এরকম গণপিটুনিতে মারা যাচ্ছেন নিরীহ মানুষজন

কয়েকদিন আগেই রাজস্থানে এক মুসলিম ব্যবসায়ীকে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়পরবর্তীতে জানা যায়, পুলিশের ইচ্ছাকৃত অবহেলার কারণে ওই ব্যক্তি মারা যান


শেয়ার করুন

0 facebook: