29 July 2018

মিসরে ৭৫ জনের মৃত্যুদণ্ড


আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির অনুসারী ৭৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত২০১৩ সালের বিক্ষোভে মোরসি ক্ষমতাচ্যুত হন

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মোরসির নিষিদ্ধঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীরা রয়েছেনসাত শতাধিক মানুষের গণবিচারের অংশ হিসেবে ৭৫ জনের ফাঁসির রায় দেওয়া হলো

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ রায়ের সমালোচনা করেছেতারা বলেছে, এই বিচার অত্যন্ত অস্বচ্ছ, যার মাধ্যমে মিসরের সংবিধান লঙ্ঘন করা হয়েছে

রায়ের নথিপত্র এখন দেশের গ্র্যান্ড মুফতির কাছে যাবেতিনি ঠিক করবেন, কখন ফাঁসি কার্যকর হবে

২০১৩ সালে মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়এতে সংঘটিত সহিংসতায় শত শত বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়সে সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ফটোসাংবাদিক মাহমুদ আবুল জাইদ, যিনি শাওকান নামে পরিচিতবিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ছবি তোলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়এর পর থেকে বিভিন্ন অভিযোগে তিনি কারাবন্দিগতকাল শনিবার আদালত তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ স্থগিত করেছেন


শেয়ার করুন

0 facebook: