![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া নিয়ে রবার্ট মুলারের তদন্ত অবিলম্বে বন্ধ করতে এটর্নি জেনারেল জেফ সেশনসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে ট্রাম্প বলেন, 'ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটর্নি জেনারেল জেফ সেশনসের উচিত এক্ষুণি এই ‘উইচ হান্ট’ তামাশা বন্ধ করা। যাতে আমাদের দেশ আরও কলঙ্কিত না হয়।'
গতকাল বুধবার তদন্ত দলের পক্ষপাতিত্ব ও সাবেক প্রচারণা কর্মকর্তা পল মানাফোর্টের বিচার নিয়ে অভিযোগ করে ট্রাম্প রাশিয়া তদন্ত বন্ধ করতে বলেছেন।
আইনজীবী রবার্ট মুলারের তদন্ত দল যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ছাড়াও পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের লোকজনদের কোনোরকম যোগাযোগ, কিংবা সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখছে।
সম্প্রতি মুলারের আনা অভিযোগেই গত মঙ্গলবার ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান পল মানাফোর্ট ভার্জিনিয়ার আদালতে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়ান। বুধবার দ্বিতীয় দিনের মত মানাফোর্টের বিচার শুরুর প্রাক্কালে ট্রাম্প ওই টুইটটি করেন।
টুইটে তিনি মুলারকে পুরোপুরি দ্বিধাগ্রস্ত বলেও মন্তব্য করেন। এসময় তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধেও সামিল থাকার অভিযোগ করে লজ্জ্বাজনক বলে আখ্যা দেন। মানাফোর্টের বিচারের বিষয়টিও উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তার বিরুদ্ধে আনা পুরোনো অভিযোগগুলোতে রুশ আঁতাতের যোগ নেই। পুরোটাই ধাপ্পাবাজি।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: