02 August 2018

গাড়ির ধাক্কায় উড়ে গিয়ে ছিটকে পড়েন নারী (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারীএ সময় একটি গাড়ি সামনে থেকে ওই নারীকে ধাক্কা মেরে চলে যায়ভারতের দেরাদুন শহরের খুরবুরা চাউক গ্রামে সিসিটিভিতে এমনই দৃশ্য ধরা পড়েছেভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে

ভিডিওতে দেখা যায়, রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন শাড়ি পরিহিত এক নারীএ সময় তার সামনের দিক থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়এর কিছুক্ষণ পরই লাল রঙের একটি কার ওই নারীকে ধাক্কা দেয়গাড়ির ধাক্কায় ওই নারী উড়ে গিয়ে ছিটকে পড়েনঅথচ ওই নারীর কোনো দোষ ছিল না

টাইমস অব ইন্ডিয়া ভিডিওটির ব্যাখ্যায় বলেছে, গাড়িটি ব্রেক ফেল করায় ঘটনাটি ঘটেছেঘটনার পর ওই নারীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করেনবর্তমানে ওই নারীর অবস্থা গুরুতর


শেয়ার করুন

0 facebook: