![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় জওয়ান প্রদেশে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) উর্ধ্বতন নেতা মালাওয়ি হাবীব উর রেহমানসহ প্রায় ১৫২ জন সন্ত্রাসী।
গত বুধবার সন্ত্রাসীগোষ্ঠীর প্রত্যেকেই সেনাদের কাছে তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম জমা দিয়েছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী।
পরে আফগান সরকার জানিয়েছে, আত্মসমর্পণ করা সন্ত্রাসীদের মধ্যে মোহাম্মদ হানিফ নামে আইএসের এক শীর্ষ সন্ত্রাসী রয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে আইএস অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছে দেশটির নিরাপত্তাবাহিনী।
আফগান সরকারের তথ্য মতে, দেশটির নানগারহার, কুনার, পূর্ব জাওয়ান ও ফারায়াবসহ ৯টি প্রদেশে আইএসের শক্ত অবস্থান রয়েছে। তাদের হামলায় বিভিন্ন সময় হতাহত হয় দেশটির বেসামরিক নাগরিক। প্রদেশটির কিছু কিছু এলাকায় তালেবান সন্ত্রাসী গোষ্ঠী ও আইএস যোদ্ধাদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এর মধ্যেই আত্মসমর্পণের এ ঘটনা ঘটল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: