03 August 2018

সৌদি-আমিরাতের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৫৫


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান হামলায় ইয়েমেনের হুদাইদাহ বন্দরে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেএই ঘটনায় আহত হয়েছে আরও ১২৪ জন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শহরের সরকারি আল তাহাওয়ারা হাসপাতাল ও ব্যস্ত মাছবাজারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়

আল তাহাওয়ারা হাসপাতালটি আক্রান্ত হওয়ায় গোটা হুদায়দাহর চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছেকারণ এই হাসপাতালটিই সেখানকার অধিবাসীদের চিকিৎসার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে আসছিল

এদিকে ইয়েমেনে এই সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানএক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি আরবের প্রতিদিনের হামলা এবং আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনি জনগণের জীবন বিপন্ন করে তুলেছে


শেয়ার করুন

0 facebook: