09 August 2018

আবারও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূ-কম্পন


আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পাঁচ দিন আগের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছেরিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটেছেতবে এ ঘটনায় হতাহতের পরিমাণ এখনও জানা যায়নিএ সময় আতঙ্কে হাজার মানুষ রাস্তায় নেমে আসেন ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২উৎপত্তিস্থল লম্বক দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে কেন্দ্র থেকে ১২ কিলোমিটার গভীরেতবে এই ভূ-কম্পনের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি

এর আগে লম্বক দ্বীপে গত রোববার শক্তিশালী ভূমিকম্পে ৩৪৭ জনের প্রাণহানি হয়সরকারি হিসাবে এই মৃতের সংখ্যা ১৩১ জনএতে আহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি মানুষগৃহহীন হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩ জনমৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরএদিকে উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে আরও জানানো হয়


শেয়ার করুন

0 facebook: