আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পাঁচ দিন আগের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি। এ সময় আতঙ্কে হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। উৎপত্তিস্থল লম্বক দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে কেন্দ্র থেকে ১২ কিলোমিটার গভীরে। তবে এই ভূ-কম্পনের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এর আগে লম্বক দ্বীপে গত রোববার শক্তিশালী ভূমিকম্পে ৩৪৭ জনের প্রাণহানি হয়। সরকারি হিসাবে এই মৃতের সংখ্যা ১৩১ জন। এতে আহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি মানুষ। গৃহহীন হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এদিকে উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে আরও জানানো হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: