আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তানসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস দক্ষিণ ইসরাইলে ডজন খানেক রকেট হামলা চালানোর পর গতকাল বুধবার ইসারাইল এ হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ওই রকেট হামলায় ইসারাইলে বেশ কয়েকজন আহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাফার এলাকায় এনাস খামাস নামে ২৩ বছর বয়সী ওই নারী এবং তার ১৮ মাসের মেয়ে নিহত হয়। এ ঘটনায় তার স্বামীও আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় এ বিমান হামলায় হামাসের এক সন্ত্রাসী নিহত এবং ১২ জন আহত হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: