30 August 2018

ইরান ও হাউছি হামলায় ইয়েমেনে ১, ৩৭২ শিশু নিহত হয়েছে


আন্তর্জাতিক ডেস্কঃ উর্দ্ধতন একজন ইয়েমেনি কর্মকর্তা বলেছেন, ২০১৪ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ও ইরানপন্থী হাউছি বিদ্রোহীরা ১হাজার ৩৭২জন শিশু ও ৮১৪জন মহিলাকে নির্মমভাবে হত্যা করছে। ইয়েমেন সরকারের পক্ষ থেকে এটাই প্রথমবারের মতো শিশুও মহিলা মৃত্যুর তালিকা প্রকাশ।

ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী মুহাম্মদ আসগর বলেছেন, ‘চলতি বছরের মার্চ থেকে আগষ্টের মধ্যে শতশত শিশু ও নারীকে হত্যা করা হয়েছে।তিনি বলেন, নিহতদের নাম ও অন্যান্য তথ্যাদি মন্ত্রণালয়ের মধ্যে আছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

আসগর সৌদি আরব ও আরব জোটের প্রশংসা করে বলেন, জাতিসংঘের ২০১৮ সালের লক্ষ্যমাত্রা ঠিক রেখে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে অর্ধেকের বেশি মানবিক ত্রাণ ও সহযোগিতা প্রদান করেছে।

রিয়াদের মানবিক সহায়তা বৃদ্ধির প্রসঙ্গটি উল্লেখ করে তিনি বলেন,‘ইয়েমেনের ধষে পড়া অর্থনৈতিক অবস্থা সবল করতে সৌদি আরব আরো দুই মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।


শেয়ার করুন

0 facebook: