30 August 2018

সিরিয়ার ব্যাপারে ইরান-তুরস্কের নতুন সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারায় জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয়ে বুধবার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ জাভেদ জারিফ। তুরস্কের প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক ঘন্টার এই বৈঠকে সিরিয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন দুই নেতা। সিরিয়ার ব্যাপারেও মিটিংয়ে আলাপ হবে।

সাক্ষাতের পরে তিনি টুউট করেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আমরা আলোচনা করেছি। সিরিয়ার পরিস্থিতির উন্নয়ন নিয়েও কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সাথে। সিরিয়ার বিদ্যমান সঙ্কট নিরসনের ব্যাপারে দুই দেশ নতুন কিরে চিন্তা- ভাবনা শুরু করছে।


শেয়ার করুন

0 facebook: