আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সঙ্গে বন্ধুকযুদ্ধে নাইজেরিয়ার কমপক্ষে ৩০ জন সেনা নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আল-জাজিরার।
সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়, দেশটির বর্ণ রাজ্যের জারি গ্রামে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গত বৃহস্পতিবার নাইজেরিয়া সেনাবাহিনীর তুমুল গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে নাইজেরিয়ার কমপক্ষে ৩০ জন সেনা নিহত হয়।
নাইজেরিয়ার সেনাবাহিনী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানায়, বোকো হারামের সন্ত্রাসী গোষ্ঠী বিপুল সংখ্যক গোলাবারুদ নিয়ে সেনাবাহিনীকে আক্রমণ করে। তারা ট্রাক ও বিভিন্ন গাড়িতে করে বোমা ও গোলাবারুদ নিয়ে আসে। তারা সংখ্যাও ছিল অনেক। একঘণ্টার বেশী সময় ধরে চলে এ যুদ্ধ।
নাইজেরিয়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা সেসময় অপ্রস্তুত ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তারা আক্রমণ চালায়। আমাদের কাছে তেমন কোন অস্ত্রও ছিলো না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: