![]() |
ফাইল ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ গত দেড় বছরে সিরিয়ায় দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় স্থাপিত ইরানী স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইসরাইলী কর্মকর্তা মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন ফাঁস করেন।
ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওই কর্মকর্তা বলেন, হামলাগুলোতে ৮০০ বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
পরবর্তীতে মঙ্গলবার ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী ইসরাইল কাতজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি সিরিয়ায় ইরানের উপস্থিতিকে একটি ‘চূড়ান্ত সীমা’ বলে আখ্যায়িত করেন।
কাতজ বলেন, এটা কেবল, সামরিক সূত্রের নামে প্রকাশ হয়েছে। তাই আমিও এটা উদ্ধৃত করতেই পারি যে, গত দুই বছরে ইসরাইলী সামরিক বাহিনী সিরিয়ার অভ্যন্তরে ২০০’র বেশি সামরিক পদক্ষেপ নিয়েছে।
তিনি আরো বলেন, চূড়ান্ত সীমা রক্ষণের ক্ষেত্রে, ইরান ইসরাইলের বিরুদ্ধে যা করেছে, করছে ও করার চেষ্টা করছে তা প্রতিরোধ করার ক্ষেত্রে এই বিষয়ের তাৎপর্যতা যাচাই করে এসব হামলা চালানো হয়েছে। -আল জাজিরা
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: