07 September 2018

সেন্টার ফর এনআরবির সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিজ (এনআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে ভারত-বাংলাদেশ বাণিজ্য নিয়ে আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে বিনিয়োগ’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। সেমিনারের সহযোগিতায় ছিল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন।

বাংলাদেশের শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী বিশেষ সেমিনার আয়োজন করছে এনআরবি। দেশের ব্যবসায়ী, শিল্পপতিসহ বিশিষ্টজনেরা তাতে অংশ নিচ্ছেন। কলকাতার সেমিনারটি এনআরবির ‘বিশ্ব কনফারেন্স সিরিজ-২০১৮’-এর একটি অংশ।

সেমিনারের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সেমিনার উপলক্ষে দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী তাঁর ভাষণে বাংলাদেশের শিল্পক্ষেত্রের নানা অগ্রগতির চিত্র তুলে ধরেন। সেকিল বলেন, বাংলাদেশ এক সম্প্রীতির দেশ। অর্থনৈতিক ক্ষেত্রে এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ২০৩০ সালে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে। বাংলাদেশের বৈদেশিক আয়ের ৬৭ শতাংশই এখন আসছে এই এনআরবির অর্থের মাধ্যমে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি স্বাধীনতার পর থেকে এখন অবধি শিল্পক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির নানা পরিসংখ্যান তুলে ধরেন। ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য বাংলাদেশে তিনটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে কলকাতায় নিযুক্ত উপহাইকমিশনার তৌফিক হাসান দক্ষ ও সস্তা শ্রমসহ বিনিয়োগের নানা সুবিধা উল্লেখ করে ভারতের ব্যবসায়ী ও শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

সেমিনারে বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। তাঁদের মধ্যে ছিলেন ফারুক হাসান, এ বি এম মোস্তাক হোসেন, হুমায়ুন কবির, তাহেরুল ইসলাম, অভিজিৎ ভট্টাচার্য, হুমায়ুন রশীদ, প্রীতি চক্রবর্তী।  সেমিনারে ছিলেন কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্যিক) সাইফুল ইসলামসহ কমিশনের কর্মকর্তারা।


শেয়ার করুন

0 facebook: