আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর ভেরাক্রুস রাজ্যের একটি গণকবর থেকে ১৬৬ জনের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। এসব মাথার খুলি ও মানবদেহের অন্যান্য অংশগুলো এখানে প্রায় দুই বছর ধরে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কৌসুলি জর্জ উইনক্লের।
তবে নিরাপত্তার কারণে গণকবরের প্রকৃত স্থানের কথা গোপন রাখা হচ্ছে বলে জানান তিনি। এর আগে ২০১৭ সালের মার্চে দেশটির আরেকটি গণকবরে ২৫০টি মাথার খুলি পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।
মাদক পাচারকারীরা তাদের শিকারে পরিণত হওয়া মানুষদের রাখার স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ভেরাক্রুস অঞ্চল ব্যবহার করে আসছে।
কৌসুলি উইনক্লের সাংবাদিকদের বলেন, তদন্তকারীরা গণকবরে ২০০টি পোশাক, ১০০টির বেশি পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পেয়েছেন। কর্তৃপক্ষ নিহত মানুষের প্রকৃত সংখ্যা খুঁজে বের করার চেষ্টায় খুলিগুলো নিয়ে কাজ করছে।
কর্তৃপক্ষ জানায়, ড্রোন ও মাটি-ভেদকারী রাডার নিয়ে নিহতদের সংখ্যা নিরুপণের চেষ্টা চলছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কাজ করছেন।
মেক্সিকোতে মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ২০০৬ সালে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এরপর থেকেই সেখানে মাদক সংক্রান্ত সহিংসতা বেড়ে যায়। তখন থেকে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। এরমধ্যে গত বছরই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ২৯ হাজার।
এখনো দেশটিতে আরো ৩৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। স্বজনরা দীর্ঘদিন ধরেই নিখোঁজদের সন্ধান পেতে আরও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: