08 September 2018

সন্ত্রাসী মারার প্রশিক্ষণ নিতে চীনে আফগান বাহিনী


আন্তর্জাতিক ডেস্কঃ আল-কায়দা ও ইসলামিক স্টেট সন্ত্রাসীদের কীভাবে হত্যা করা যায়, আফগান সেনাবাহিনীকে তার প্রশিক্ষণ দেবে চীন। এই প্রশিক্ষণ নিতে আফগান সেনার একটি বাছাই দল খুব শিগগিরই চীনে যাবে। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জনান মোসাজাই।


জনান মোসাজাই বলেন, আফগানিস্তানের আর্জি মেনে সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে চীন। চীনের সহযোগিতায় তারা 'মাউন্টেন ব্রিগেড' গড়ে তুলবে। এই মাউন্টেন ব্রিগেডকেই আল-কায়দা ও আইসিস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে। সূত্রঃ এই সময়


শেয়ার করুন

0 facebook: