11 September 2018

৫০ হাজার যোদ্ধাকে প্রস্তুত হতে বললেন এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান ৫০ হাজার যোদ্ধাকে প্রস্তুত হতে বলেছেন। সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ান বাহিনীর হামলা মোকাবিলা করার জন্য এই প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) এসব সদস্যকে সিরিয়ার আফরিন, আজাজ, জারাবুলাস, আল-বাব এবং আল-রিও শহরে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে তুরস্কের অপারেশন অলিভ ব্রাঞ্চের সময়ে সিরিয়ার আফরিনে আফরিন ও ইফ্রেটিস নদীসংলঘ্ন এলাকায় ৩০ হাজার সৈন্য অবস্থান করে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইদলিব নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর তুরস্কের সিরিয়া সীমান্তে সামরিক যান, মিসাইল, আর্টিলারি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়াও তুরস্কের সেনাবাহিনী ইদলিবের উত্তর থেকে দক্ষিণ এলাকার মধ্যে প্রায় ১২টি পয়েন্টে অবস্থান করছে।

বর্তমানে প্রায় ৩০ লাখ সিরিয়ার নাগরিক প্রদেশটিতে বাস করেন। ধারণা করা হচ্ছে, ইদলিবে হামলা হলে জানমালের ব্যাপক ক্ষতি হবে। এ ছাড়া ইদলিবে হামলা হলে তুরস্কের দিকে নতুন করে শরণার্থী স্রোত দেখা যেতে পারে বলে আশঙ্কায় আছে দেশটি।


শেয়ার করুন

0 facebook: