বুধবার রাত ১০টায় রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আইডি ও গ্রুপসমূহ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে । ফুয়াদ তার ব্যবহৃত ফেসবুক আইডি Fuad Zaman-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। গত ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে বঙ্গবন্ধুর খুনিদের অপরাধের পক্ষে খুনিদের প্রশংসা করে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে বঙ্গবন্ধুর হত্যাকে ‘ভালো কাজ’ বলে আখ্যায়িত করেন।
গ্রেফতারকৃত ফুয়াদকে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
0 facebook: