15 September 2018

নারী পাইলটের সন্ধানে সৌদি বিমান


আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মাস আগে সৌদি আরবের নারীরা গাড়ি চালাবেন তা চিন্তাও করা যেত না। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার দেশটিতে নারীরা বিমান নিয়ে আকাশপথে পাড়ি দিতে চলেছেন। সম্প্রতি সৌদি আরবের একটি বেসরকারি বিমান সংস্থা সহকারী বিমানচালক এবং বিমানবালা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে হাজারের বেশি আবেদন জমা পড়েছে ওই বিজ্ঞাপনের প্রেক্ষিতে।

কিছুদিন আগে সৌদির অন্য একটি বিমান সংস্থা বিজ্ঞাপন দিয়েছিল বিমানবালা চেয়ে। এবার বিমানচালক চেয়ে বিজ্ঞাপন। আর এ বিজ্ঞাপনেই ব্যাপক সাড়া মিলেছে। এতদিন সৌদির বিমান পরিষেবায় ফিলিপিন্সের নারী কর্মীরাই দাপিয়ে বেড়িয়েছেন। এবার সেই রীতি ভাঙবে মনে করা হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: