15 September 2018

এরদোয়ানকে বিলাসবহুল বিমান উপহার কাতার আমিরের (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের আমির তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানকে একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দিয়েছেন। এ জেট বিমানটি অত্যন্ত ব্যয়বহুল।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল্য ৩৬৭ মিলিয়ন ডলার। ইতোমধ্যে বিমানটি ফ্রান্স থেকে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে।

এরদোয়ানকে উপহার দেওয়া বিমানটিতে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ মোট ৯৪ জন আরোহী পরিবহনের জন্য নকশা করা হয়েছে।          

বিমানটিতে রয়েছে বিশাল পরিসরের অভ্যর্থনা কক্ষ, লাউঞ্জ, বোর্ডরুম, প্রথম শ্রেণির বসার জায়গা এবং নিজস্ব হাসপাতাল। এ ছাড়া বিমানটিতে রয়েছে প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থা।


শেয়ার করুন

0 facebook: