15 September 2018

সৌর ও বায়ু বিদ্যুতের ওপর গুরুত্ব দিতে হবেঃ পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদ্যুতের উৎস হিসেবে আমাদের বিকল্প ব্যবস্থার দিকে এগুতে হবে। তেল, গ্যাস, এলএনজি বা কয়লার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে হবে। এ জন্য বিকল্প এবং স্থায়ী ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুতের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ৫০ লাখ টন কয়লা পোড়ালে যে বিদ্যৎ আসে এর অনেক কম খরচে সমপরিমাণ সৌর বিদ্যুৎ পাওয়া যায়। তাই সোলার প্যানেলের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর সেজন্য বিদ্যুতের সব প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। মানুষকে ঘরের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করতে উৎসাহ দিতে হবে।

আজ শনিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে আয়োজিত জাতীয় জ্বালানী ও বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে গ্রাহক সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খনি নির্ভর উৎসগুলো শেষ হয়ে আসছে। আগামী ৬০ থেকে একশত বছরের বেশি আর এসব উৎস থেকে জ্বালানি পাওয়া যাবে না। সে বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব পরিকল্পনা ঠিক করে রেখেছেন। শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আগামীতে নৌকার পক্ষে সবাইকে থাকতে হবে।

উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোয় আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে তার পুরস্কার হিসেবে দেশের মানুষ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেই ভোট দেবে। দেশের মানুষ উন্নয়ন ও আওয়ামী লীগের সঙ্গে বেঈমানী করতে পারে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ২০২৫ সালের মধ্যেই দেশে শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা করবে। শিক্ষিত যুবকদের বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের ধারাকে চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন তা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। এ আওয়ামী লীগই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।

মন্ত্রী সমাবেশে আসা মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সন্তানদের বড় বড় স্বপ্ন দেখতে শেখান। কোলের শিশুকে বঙ্গবন্ধুর মত মানুষ হতে স্বপ্ন দেখান। কারণ খাঁটি মানুষ হতে হলে বঙ্গবন্ধুর মত দেশ প্রেম ও মমত্ববোধ থাকতে হবে, তা না হলে খাঁটি মানুষ হওয়া যাবে না।

পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মণ্ডল, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াছির আরাফাত প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: