15 September 2018

বিজেপি-শাসিত মণিপুরে আবারো পিটিয়ে হত্যা করা হলো মুসলিম যুবককে (ভিডিও সহ)


শাইখ আজিজুর রহমান, ভারত থেকেঃ একের পর এক মুসলিম হত্যা হয়েই যাচ্ছে উগ্রপন্থী হিন্দু অধ্যুষিত দেশ ভারতে। আবারো পিটিয়ে হত্যা করা হলো নিরিহ এক মুসলিম কে। এইবার উত্তর পূর্বের মনিপুর রাজ্যে, যেখানে গত বছর বিজেপি প্রথম সরকার গঠন করেছে। মণিপুরী মুসলমান ফারুক খানকে থারইজাম শহরে কিছু মেইতেই হিন্দু মাঠের মাঝে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ হিসেবে সাজানো হয়েছে স্কুটার চুরির নাটক। ঘটনাটি পুরনো নয় বরং ঘটেছে গত কয়েকদিনের মধ্যেই।


বছর পঁচিশেকের ফারুক ব্যাঙ্গালোর থেকে MBA করে এসে মনিপুরে একটি পানীয় ফ্যাক্টরি চালু করেছিলো। সে তার নিজের গ্রাম ওয়াংগোই-এ ব্যাম্বু ক্যাফে নামে একটা রেস্তোরাঁও চালাতো। এই ছেলেটি স্কুটার চুরি করেছিলো সে অভিযোগ কেউই বিশ্বাস করতে পারছেন না। মনিপুরের লোকাল কয়েকজন সাংবাদিকও তা বিশ্বাস করছেন না।


আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে, ফারুকের এই পিটিয়ে হত্যা বা Lynching-এর খবর ভারতের মেইনস্ট্রিম মিডিয়াতে নেই।



শেয়ার করুন

0 facebook: