বছর পঁচিশেকের ফারুক ব্যাঙ্গালোর থেকে MBA করে এসে মনিপুরে একটি পানীয় ফ্যাক্টরি চালু করেছিলো। সে তার নিজের গ্রাম ওয়াংগোই-এ ব্যাম্বু ক্যাফে নামে একটা রেস্তোরাঁও চালাতো। এই ছেলেটি স্কুটার চুরি করেছিলো সে অভিযোগ কেউই বিশ্বাস করতে পারছেন না। মনিপুরের লোকাল কয়েকজন সাংবাদিকও তা বিশ্বাস করছেন না।
আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে, ফারুকের এই পিটিয়ে হত্যা বা Lynching-এর খবর ভারতের মেইনস্ট্রিম মিডিয়াতে নেই।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: