15 September 2018

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৩ পর্যটক নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৩ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। স্থানীয়রা জানায়, বন্দুকধারী ব্যক্তি মেক্সিকোর ঐতিহ্যবাহী মারিয়াচি জাদুকরদের পোশাক পরিহিত ছিলেন। খবর বিবিসির।

মেক্সিকোর পুলিশ জানায়, পর্যটকদের কাছে জনপ্রিয় প্লাজা গারিবাল্ডি এলাকায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ঐ বন্দুকধারী। এরপর মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে সে।

প্লাজা গারিবাল্ডি এলাকাটির পাশেই কুখ্যাত টেপিটো জেলা। যেটি কুখ্যাত লা-ইউনিয়ন ড্রাগস গ্যাং নিয়ন্ত্রণ করে থাকে।

২০০৬ সালের পর থেকে মেক্সিকোতে প্রায় ২ লাখেরও বেশি মানুষ খুন বা গুমের শিকার হয়েছেন। শুধু ২০১৭ সালেই ২৫ হাজারের বেশি খুনের ঘটনা ঘটে।

মেক্সিকোর সরকার সংগঠিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির কর্তৃপক্ষ।


শেয়ার করুন

0 facebook: