21 October 2018

আসামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলায় একটি যাত্রিবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছেআহত হয়েছেন কমপক্ষে ২১ জনখবর পিটিআই

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটেএ সময় রাজ্য পরিবহন সংস্থা আসাম নিগমের ওই বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলবাসটি গুয়াহাটি থেকে বরপেটার দিকে যাচ্ছিলপথে নলবাড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি প্রচন্ড গতিতে চলছিলআদাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সোজা রাস্তার পাশে একটা বড় পুকুরে পড়ে যায় একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দ, তার পরই চিৎকার-চোঁচামেচির আওয়াজছুটে গিয়ে দেখেন একটা বাস পুকুরের মধ্যে উল্টে পড়ে আছেভিতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেপরে পুলিশও ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যোগ দেয়


শেয়ার করুন

0 facebook: