21 October 2018

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেশনিবার একটি ভোটকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের উত্তরাংশে অবস্থিত ওই ভোটকেন্দ্রে হামলাকারী প্রবেশের চেষ্টা করছিলএ সময় হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে ১০ বেসামরিক নাগরিক ও পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছে

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনিতবে গত শনিবার পার্লামেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানানোর পাশাপাশি বোমা হামলারও হুমকি দিয়েছিল তালেবানশনিবার ভোট শুরুর পর দেশের কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনাও ঘটেছেএসব ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে


শেয়ার করুন

0 facebook: