22 October 2018

খাশোগিকে হত্যা করাটা ভুল হয়েছেঃ সৌদি মন্ত্রী

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা ছিল মস্ত বড় ভুল। মার্কিন সংবাদমাধ্যম ফক্সটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি। বিবিসি, এনডিটিভি।

আল-জুবায়ের বলেন, ‘খুনের অপারেশনে জড়িত ব্যক্তিরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের যে দ্বায়িত্ব, সেটির বরখেলাপ করেছেন।

তিনি বলেন, ইস্তাম্বুলের কনস্যুলেটে খাশোগিকে খুন করে তারা ভুল করেছে। পরে এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তারা।

তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।


শেয়ার করুন

0 facebook: