23 October 2018

ভারতে পুত্রসন্তানের জন্ম দিতে তান্ত্রিকের কাছে গিয়ে গণধর্ষণ

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পুত্রসন্তানের জন্ম দিতে পারে এমন জাদুকরী ওষুধ আছে, সেই আশায় গিয়েছিলেন এক তান্ত্রিকের কাছেতবে সেখানে যে বিপদ ওৎ পেতে আছে তা আদৌ ভাবেননি ওই যুবতীযাওয়ার পরই ছয়জন মিলে ধর্ষণ করে তাকেঘটনাটি ঘটেছে গত রোববার রাতে ভারতের বিহার রাজ্যে। 

ওই নারীর স্বামীর বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়, রোববার তারা বারামবাবা মন্দিরে যানফিরতে রাত হয়ে যাওয়ায় ওই তান্ত্রিকের আড্ডায় থেকে যানগভীর রাতে যখন ঘুমাচ্ছিলেন তখন পাঁচ থেক ছয়জন স্বামীকে অজ্ঞান করে ওই নারীকে ধর্ষণ করে

সঙ্গে ঘটনার দিন বিহারের ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনএ ঘটনায় এখন পর্যন্ত ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ

পুলিশ সুপার উপেন্দ্রনাথ শর্মা জানান, পরদিন সোমবার সকালে ওই দম্পতি থানায় এফআইআর দায়ের করলে দুইজনকে আটক করা হয়আকটকৃতদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছেএর মধ্যে তিনজনকে শনাক্তও কারা গেছে ঘটনার শিকার ওই যুবতীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলেও জানান পুলিশ সুপার।  


শেয়ার করুন

0 facebook: