23 October 2018

কঠোর সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র–সৌদি বৈঠক


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানচিনসাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনার মুখে স্থানীয় সময় গতকাল সোমবার এ বৈঠক হয়

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির সরকারি গণমাধ্যমের খবর বলছে, সৌদি-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বের গুরুত্ব নিয়ে চাপের মধ্যে রয়েছেন মানচিন ও সৌদি যুবরাজ মোহাম্মদরিয়াদে সৌদি যুবরাজ ও মানচিনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়তবে যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের অস্ত্রবাণিজ্য রয়েছেসে কারণেই যুবরাজের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সুর কিছুটা নরমএর আগে তিনি বলেন, খাসোগি হত্যা নিয়ে যা শুনেছেন, এর পুরোটা বিশ্বাস করেন নাও বলেছেন, সৌদি আরবের সঙ্গে হওয়া বিনিয়োগ ও বাণিজ্য তিনি হারাতে চান না

সৌদি আরব বলেছে, খাসোগি হত্যা নিয়ে তারা তদন্ত সংস্থা গঠন করবেসৌদি আরব ১৮ জনকে আটক করেছেযুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে

২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাসোগিকেপ্রথমে সৌদি আরব অস্বীকার করলেও পরে স্বীকারোক্তি দেয়সৌদি আরব বিবৃতিতে বলে, কনস্যুলেটে হাতাহাতিতে খুনহন খাসোগিএকদল দুর্বৃত্ত এই হত্যাকাণ্ডের জন্য দায়ীহত্যা নিয়ে সৌদি যুবরাজ কিছু্ জানেন না বলে দাবি করছেনতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত রোববার বলেন, যেভাবেই হোক খাসোগি হত্যা নিয়ে তিনি নগ্নসত্য উন্মোচন করেই ছাড়বেন


শেয়ার করুন

0 facebook: