25 October 2018

ইয়েমেনে বিমান হামলায় ১৬ বেসামরিক নাগরিক নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে সবজি প্যাকেটজাতকরণ একটি কারখানায় বিমান হামলায় ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেনগতকাল বুধবার হোদেইদাহ প্রদেশে সৌদি জোট নেতৃত্বাধীন এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল কর্মী ও স্থানীয়রাবার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছেযুদ্ধবিদ্ধস্ত হোদেইদাহ থেকে ৭০ কিলোমিটার দূরে বায়াত আল-ফাকিহ শহরটিতে বিমান থেকে বোমা ফেলা হয় হয়এ সময় কারখানায় কর্মীরা কাজ করছিলেন

তবে হুতিদের বিদ্রোহীদের গনমাধ্যমে দাবি করা হয়েছে, এই হামলায় একই এলাকার আরও ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেনআহত হয়েছেন ১০ জন ২০১৫ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেওয়ার পর এই গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোটতারপর থেকে তারা ইয়েমেনের ইরান ঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে

হামলায় বিষয়টি খটিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকিতিনি বলেন, ‘এই প্রতিবেদনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরাএই ধরনের সব প্রতিবেদনগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ তদন্ত করে দেখা হবেপ্রক্রিয়াটি চলতে থাকায় আর কিছু বলা ঠিক হবে নাস্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোদেইদাহের দক্ষিণাংশের শহরতলীতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে

প্রসঙ্গত, হোদেইদাহ একটি বন্দর শহরইয়েমেনের সৌদিপন্থি সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে শহরটির দখল নিতে চেষ্টা করছেএখন পর্যন্ত এই গৃহযুদ্ধে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেনবাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি বাসিন্দা আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ইয়েমেন আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে


শেয়ার করুন

0 facebook: