26 October 2018

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সহায়তায় পাকিস্তান ২০২২ সালে প্রথম মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠাবেপ্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বেইজিং সফরের আগে এই ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরিখবর দি নিউজ

সূত্র জানায়, ২০২২ সালে পাকিস্তানের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশনের পরিকল্পনা করা হয়েছে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তা অনুমোদন করেছেনএ ব্যাপারে পাকিস্তানের স্পেস এন্ড আপার এটমোসফিয়ার রিসার্স কমিশন (সুপারকো) ও একটি চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন

চলতি বছরের শুরুতে চীনের উৎক্ষেপন যান ব্যবহার করে পাকিস্তান তার নিজের তৈরি দুটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেনতিনি সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে


শেয়ার করুন

0 facebook: