26 October 2018

খাশোগির ছেলে দেশত্যাগ করলেন


আন্তর্জাতিক ডেস্কঃ  সউদী আরবের সরকার ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়ায় নিহত সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলে সালাহ ও তার পরিবার দেশত্যাগ করেছেনমিডল ইস্ট ও উত্তর আফ্রিকার মানবাধিকার কমিশন বৃহষ্পতিবার এ তথ্য জানিয়েছে

কমিশনের নির্বাহী পরিচালক সারাহ লিয়া বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এক পারিবারিক বন্ধুকে দেখতে পরিবার নিয়ে সালাহ যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন কয়েক মাস ধরেই খাশোগির পরিবারের সদস্যদের ওপর সউদী আরব ত্যাগে নিষেধাজ্ঞা অব্যাহত ছিলএমন পরিস্থিতিতেই দেশ ছেড়েছেন খাশোগির ছেলে সালাহ বিন জামাল খাশোগি

গত ২ অক্টোবর তুরস্কে সউদী কনস্যুলেটে খুন হন বিশিষ্ট সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগিতার নিহতের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে সউদীচলতি সপ্তাহেই খাশোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান

এই হত্যাকাণ্ডকে ভুল বলে স্বীকার করেছে রিয়াদএকই সঙ্গে তারা জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ১৮ জনকে শনাক্ত করা গেছেঅপরদিকে, ২১ সউদী নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

রিয়াদে ইমামা প্রাসাদে খাশোগির ছেলে সালাহ ও তার ভাই সাহেলের সঙ্গে সাক্ষাৎ করেন সউদী বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানএ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেনএর আগে খাসোগির ছেলেকে ফোন করে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সালাহ বিন জামাল খাশোগি সউদী এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকএর আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি সউদীতেই অবস্থান করছিলেনসূত্রঃ নিউজ রিপাবলিক


শেয়ার করুন

0 facebook: