26 October 2018

মাকে ঘরে তালা দিয়ে বউকে নিয়ে ঘুরতে গেলেন ছেলে

ছবিঃ সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্কঃ মাকে ঘরে আটকে রেখে স্ত্রীকে নিয়ে দিঘা সমুদ্র সৈকতে ঘুরতে গেলেন ছেলে-বউঘটনাটি ঘটেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের পূর্ব কোদালিয়ার পূর্বাচল ক্লাবের পাশে

ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৮৫ বছর বয়সী এই ছেলের নাম মৃণালকান্তি নাগপুজোর ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান তিনিএ সময় মাকে বাড়িতে তালা দিয়ে যান তিনিবৃদ্ধার সম্বল বলতে রয়েছে শুধু মুড়ি ও চিঁড়ে

প্রথমে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টিতারাই পুলিশকে খবর দেননিউ ব্যারাকপুর থানার পুলিশ গিয়ে বাড়ির তালা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করেইতিমধ্যে মৃণালের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশতাকে ফিরে আসতে বলা হয়েছেতবে ওই বৃদ্ধার ছেলের এমন কাণ্ডে হতবাক পাড়া-প্রতিবেশীরা


শেয়ার করুন

0 facebook: