05 November 2018

ভারতে দু’টির বেশি সন্তান হলে অদ্ভুত ‘শাস্তি’র নির্দেশ রামদেব'র


আন্তর্জাতিক ডেস্কঃ আবারও একটি মন্তব্যের জেরে খবরের শিরোনামে ভারতের যোগগুরু রামদেবজানা গেছে, রামদেব বলেছেন, যে সব দম্পতিদের দুটির বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার থাকা উচিত নয়

এখানেই থামেননি রামদেবরামদেব বলেছেন, যারা অবিবাহিত তাদের বিশেষ সম্মান দেওয়া উচিতরামদেবের কথায়, ‘‘এদেশে যারা বিয়ে করেন না, তাদের সম্মানিত করা উচিতআর যে দম্পতিরা বিয়ে করেন, তাদের সাবধান করে দেওয়া উচিত যে, দুটির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না’’

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ একটি সভায় বলেন, প্রত্যেক নারীদের অন্ততপক্ষে ৪টি সন্তান থাকা উচিততার মধ্যে একজনকে সাধুদের কাছে দিয়ে দেওয়া উচিত, আর একজনকে দেশের হয়ে লড়তে সীমান্তে পাঠানো উচিতএবার রামদেব বললেন একেবারে অন্য কথা


শেয়ার করুন

0 facebook: