05 November 2018

পাকিস্তান ছাড়লেন আসিয়া বিবির আইনজীবী


আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানে ধর্ম অবমাননায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসিয়া বিবিকে সুপ্রিম কোর্টে খালাস দেয়ার ঘটনায় এবার তার আইনজীবী দেশ ছেড়ে পালিয়েছেন দণ্ড থেকে আসিয়াকে অব্যাহতি দেয়ার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে দেশটির ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো৪৭ বছর বয়সী এই খ্রিস্টান নারীকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য তার আইনজীবী সইফুল মুলুককেও নিশানা করেছে কট্টরপন্থীরা

শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে শনিবার সকালেই দেশ ছাড়লেন তিনিএকই সঙ্গে তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই পাক আইনজীবী বুধবার ঐতিহাসিক এক রায়ে সুপ্রিম কোর্ট আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে তাকে খালাস দেয়

এরপরই বিক্ষোভ শুরু করে জনজীবন অচল করে দেয় কট্টরপন্থি ধর্মীয় সংগঠনগুলো, যার সমালোচনা এসেছে চলতি বছরই প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কাছ থেকেও আসিয়া বিবির মামলা নিঃসন্দেহে গত এক দশকে পাকিস্তানের অন্যতম হাই প্রোফাইল মামলাতার মুক্তির দাবিতে সরব হয়েছে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন

পোপ ষোড়শ বেনেডিক্ট এবং পোপ ফ্রান্সিস-পরপর দুই খ্রিস্টান ধর্মগুরু তার মুক্তির জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন পাশাপাশি আসিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে চরমপন্থী অবস্থান নেয় কট্টরপন্থী রাজনৈতিক সংগঠনগুলোও

আসিয়ার মুক্তির দাবিতে সমর্থন জানানোর জন্য আততায়ীদের হাতে খুন হন পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি এবং পঞ্জাবের গভর্নর সালমান তাসির নয় বছর আগে ফল তোলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আসিয়া নবী মোহাম্মদ ছল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করেছিলেন বলে অভিযোগ অন্য নারীদের

খ্রিস্টান আসিয়া বালতিতে থাকা পানি গ্লাসে করে খাওয়ায় গ্লাসটি অপবিত্র হয়ে পড়ে বলে দাবি করেছিল ওই নারীরাএরপরই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরে আসিয়ার বাড়িতেও হামলা হয়সেসময় মারধরের এক পর্যায়ে আসিয়া ব্লাসফেমির ঘটনা স্বীকার করেন বলেও দাবি অভিযোগকারীদের
আসিয়া অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করে আসছেনকথা কাটাকাটি হলেও মুসলমানদের নবীর বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কথা বলেননি, ভাষ্য তার

নিম্ন আদালতে আসিয়ার এ ভাষ্য টেকেনি; বিচারে তার মৃত্যুদণ্ড হয়, যা পরে হাইকোর্টেও বহাল থাকে


শেয়ার করুন

0 facebook: