07 November 2018

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না তুরস্কঃ এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্কতিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে

মঙ্গলবার সংসদীয় কমিটির এক আলোচনায় রজব তৈয়ব এরদোয়ান এসব কথা বলেনতিনি বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের রজব তৈয়ব এরদোয়ান বলেন, আমরা কোনো প্রকার নিষেধাজ্ঞার অধিকার খুঁজে পাচ্ছি নাআমাদের মতামত হচ্ছে- এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোর করে আন্তর্জাতিক আইন ও নীতি ভঙ্গ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছেতিনি বলেন, আমরা সাম্রাজ্যবাদী পৃথিবী দেখতে চাই নাখবর আল জাজিরা ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছেইরানের অর্থনীতি উদ্দেশ করে অর্থাৎ ব্যাংক ও তেলের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে

এছাড়া ৭০০ ব্যক্তি, স্বত্ব, বিমান ও জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছেএর সঙ্গে ৫০ ব্যাংক ও বিদেশি অধীনস্থ কোম্পানি তবে মার্কিন সরকার চীন, গ্রিস, ভারত, তুরস্ক, ইতালি, জাপান, দ. কোরিয়া ও তাইওয়ানকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছেতবে ১৮০ দিন পর্যন্ত তারা ইরানি তেল কিনতে পারবে

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত মঙ্গলবার জাপান সফরে বলেছেন, 'আমি খোলাখুলি বলতে চাই, ইরানকে কোণঠাসা করে ফেলার প্রচেষ্টা বোকামি ছাড়া আর কিছু নয়এ পদক্ষেপ অত্যন্ত ভয়ঙ্করমার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের জনগণকে শাস্তি দিচ্ছে যা সম্পূর্ণ অনুচিত' ২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিলগত মে মাসে ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে তার দেশকে বের করে নেন


শেয়ার করুন

0 facebook: