10 November 2018

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত ৯, ঘরছাড়া দেড় লাখ


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছেঘরবাড়ি ছাড়তে হয়েছে প্রায় দেড় লাখ মানুষকে

লস অ্যাঞ্জেলসের পশ্চিমাঞ্চলের বনাঞ্চল থেকে আগুন ছড়িয়ে একটি হাইওয়ে ও উপকূলের মালিবু শহরের পৌঁছে যায়এতে মালিবুর বেশকিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছেএ ছাড়া কিছুটা উত্তরাঞ্চল স্যাক্রামেন্তোর নিকটবর্তী একটি এলাকায় কয়েকটি গাড়িতে পাঁচজন আগুনে ঝলসে গেছে

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছেরাতারাতি লস অ্যাঞ্জেলসের ১০১ হাইওয়েতে পৌঁছে যায় আগুনস্থানীয় সময় শুক্রবার দুপুরের মধ্যে প্রায় ১৪ হাজার একর জায়গাজুড়ে দাবানলের ব্যাপ্তি ছড়িয়ে পড়েগত বুধবার এক বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হওয়ার ঘটনাস্থল থাউজেন্ড ওকের নিকটবর্তী এলাকাগুলোতেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে

ক্যালাবাসাস, থাউজেন্ড ওক ও লস অ্যাঞ্জেলসের পশ্চিমে সুপরিচিত  ১০১ হাইওয়ের দক্ষিণের মালিবু শহরের সব বাড়িঘর খালি করতে বলা হয়েছেজনপ্রিয় সঙ্গীতশিল্পী লেডি গাগারও একটি বাড়ি রয়েছেতিনি তাঁর বাড়ি খালি করেছেন বলে জানিয়েছেন


শেয়ার করুন

0 facebook: