11 November 2018

ভারতে শুদ্ধিকরণের নামে নারীকে নগ্ন করে তান্ত্রিক

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ গোপনে নারীর নগ্ন ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের পর তিন দিনের পুলিশি হেফাজনের নির্দেশ দিয়েছেন আদালতলিটন চক্রবর্তী নামের ওই তান্ত্রিকের বাড়ি রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়

জানা গেছে, রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা ওই নারী বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পারিবারিক সমস্যায় ছিলেনতাকে কেউ উকিলপাড়ার লিটন চক্রবর্তীর সন্ধান দেনএরপরই ওই নারী পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে তান্ত্রিক লিটন চক্রবর্তীর কাছে যান

অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে দেখা হওয়ার পরই তাকে শুদ্ধিকরণের কথা বলেন তান্ত্রিক লিটন

শুদ্ধিকরণের জন্য ওই নারীকে পাশের ঘরে গিয়ে নগ্ন হতে বলেন তিনিপ্রথমে রাজি হননি ওই নারীপরে ভয় দেখিয়ে ওই নারীর পোশাক খোলেন তান্ত্রিকএ সময় গোপন সেটি ভিডিও করেন সেই তান্ত্রিকতারপরই শুরু হয় ওই ভিডিও দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইল করাতার সঙ্গে সহবাসের জন্য ওই নারীকে চাপ দিতে থাকেন তান্ত্রিকতার কথা শোনা না হলে নারীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন লিটন চক্রবর্তী

পরে ওই নারী বাড়িতে সব কথা খুলে বলেনএই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়গতকাল শুক্রবার সকালে তান্ত্রিক লিটন চক্রবর্তীকে গ্রে্তোর করে রায়গঞ্জ থানার পুলিশরায়গঞ্জ জেলা আদালতে তাকে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন


শেয়ার করুন

0 facebook: