11 November 2018

এবার নবীজীকে ‘শিশু যৌন নিপীড়ক’ ও ‘সন্ত্রাসী’ বলল নেদারল্যান্ডসের রাজনীতিবিদ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ মহানবী হজরত মুহম্মদ (ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম) উনাকে  শিশু যৌন নিপীড়কসন্ত্রাসীবলে সমালোচনা করায় নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গিয়ার্ট উইল্ডার্সকে টুইটারে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে দেশটির ১৪৪টি মসজিদ নিয়ে গঠিত একটি সংগঠন

দ্য টার্কিশ ইসলামিক কালচারাল ফেডারেশন’(টিআইসিএফ) নামের এই সংগঠন অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেখবর ডয়চে ভেলে

টিআইসিএফ জানিয়েছে, উইল্ডার্সের কয়েকটি টুইট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছেতিনি পাকিস্তান, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া ও মরক্কোসহ কয়েকটি দেশের আইন ভঙ্গ করেছেন বলে মনে করছে সংগঠনটি

টিআইসিএফর আইনজীবী এজদের কোসে জানিয়েছেন, টুইটার এই আবেদনে সাড়া না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবেবিশ্বব্যাপী ঘৃণা ছড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে টুইটারকে ব্যবহার করছেন উইল্ডার্সশুধু উইল্ডার্স নয়, টুইটারকেও এসব দেশে শাস্তির আওতায় আনা যেতে পারে

এদিকে উইল্ডার্স এক টুইট বার্তায় তাকে টুইটারে নিষিদ্ধ করার উদ্যোগকে পাগলামিবলে মন্তব্য করেছেন

উল্লেখ্য, নেদারল্যান্ডসের ডানপন্থি দল ফ্রিডম পার্টির নেতা উইল্ডার্স ২০১৭ সালের সেপ্টেম্বরে এক টুইটে মহানবীকে শিশু যৌন নিপীড়ক, গণহত্যাকারী, সন্ত্রাসী ও পাগলবলে আখ্যায়িত করেনকার্টুনের মাধ্যমে মহানবীকে চিত্রায়নের একটি প্রতিযোগিতারও আয়োজন করতে চান তিনিকিন্তু বিশ্বব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদের কারণে এই পরিকল্পনা থেকে সরে আসেন


শেয়ার করুন

0 facebook: