21 November 2018

তিন কন্যা শিশু জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক ও কন্যা শিশুকে বিক্রি


স্বদেশবার্তা  ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে পরপর তিন কন্যাশিশু দেওয়ায় স্ত্রীকে তালাক ও কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছেএ ঘটনা ঘটেছে জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পাইকপাড়া গ্রামে

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে, উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়ার হযরত আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই এলাকার রেজাউল হকের মেয়ে জেসমিনের বিয়ে হয়বিয়ের পর সুখেই ছিল তাদের সংসারপরে তাদের ঘরে দুটি কন্যাসন্তানের জন্ম হয়

গত ৭ নভেম্বর আবারও কন্যাশিশুর জন্ম দেন জেসমিনপরপর তিন কন্যাশিশু জন্ম দেওয়ায় জেসমিনকে তালাক দেন স্বামী রবিউলপরে স্থানীয় মাতবররা মিলে ওই কন্যাশিশুকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন একই এলাকার ঈদগাহ পাড়ার আইয়ুব আলীর কাছে

এদিকে শিশু ও স্বামীর সংসার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেসমিনজেসমিন বলেন, তিনটা বাচ্চা হওয়ায় আমাকে আমার স্বামী জোর করে স্থানীয়দের সহায়তায় তালাক দিয়েছেসেই সঙ্গে আমার ৯ দিনের মেয়েকে স্থানীয় মন্ডলরা (মাতবর) বিক্রি করে দিয়েছেন জেসমিনের বাবা রেজাউল হক বলেন, কিছুদিন আগে রবিউল আমার এক আত্মীয় এর ছেলের বৌকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করেএরপর থেকেই আমার মেয়ের ওপর অত্যাচার করে আসছিলআবার একটি মেয়ে হওয়ার পরে আমার মেয়েকে তালাক দেয়গত ৩ দিন আগে স্থানীয় মেম্বার শরিফুল, মন্ডল, খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের দালাল শহিদুল ইসলাম, খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আসলাম তাদের সহযোগিতায় টাকার বিনিময়ে আমার মেয়েকে তালাক দেয়

আমার শিশু নাতনিকে বেচে দেয়আমার মেয়ে বাচ্চা দিতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে তারা জোর করে কেড়ে নিয়ে গেছেপরে শুনেছি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে এদিকে রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি

স্থানীয়রা জানান, গ্রামের কিছু অসাধু মন্ডল এ কাজ করেছেনমাত্র ৯ দিনের বাচ্চাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন
ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি নাআমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাব

(ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছিতবে কারা বিচার করেছে বা কী হয়েছে সেটা জানি না দৌলতপুর থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছিতবে কেউ অভিযোগ করেনিলিখিতভাবে অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে


শেয়ার করুন

0 facebook: