21 November 2018

কাবুলে পবিত্র ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদে মিলাদুন নবী (ছ্ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর একটি অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেনআহত হয়েছেন অন্তত আরও ৮৩ জনসাম্প্রতিককালে কাবুলে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা

২০ নভেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় ৬টার দিকে কাবুলের বিমানবন্দর সড়কের একটি মিলনায়তনে বোমা হামলাটি চালানো হয়

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (ছ্ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জন্মদিন পালনে সেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষআর তাদের উদ্দেশ্য করেই এই বোমা হামলাটি চালানো হয়

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলাকে অমার্জনীয় অপরাধহিসেবে আখ্যায়িত করার পাশাপাশি বুধবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়


শেয়ার করুন

0 facebook: