খবরে বলা হয়েছে, আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র আব্দুল্লাহ’র বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই হামলায় ২৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, ওই হামলায় আরও ৫৭ জন আহত হয়েছেন।
যদি নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ওই বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
খোস্তের একটি হাসপাতালের প্রধান সাখি সর্দার বলেছেন, আহতদের বেশির ভাগের শরীরে বোমার টুকরো ঢুকে গেছে।
তবে ওই বোমাটি আত্মঘাতী হামলাকারী বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা।
এদিকে কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে ওই হামলার নিন্দা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এটিকে ‘ইসলামবিরোধী ও অমানবিক’ বলে বর্ণনা করেছেন।
একইসঙ্গে তিনি এ ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানান। জড়িতদের শাস্তির আহ্বান জানিয়ে ঘানি প্রশ্ন তোলেন, কীভাবে সেনাঘাঁটি নিরাপত্তা বলয়ের ভেতর হামলা চালানো হলো?
উল্লেখ্য, বৃহস্পতিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলে আলেমদের এক সমাবেশে আত্মঘাতী হামলায় ৫৫ জন আলেম নিহত হয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-র জন্মদিন পালন উপলক্ষ্যে ওই আলেমরা জড়ো হলে হামলাটি চালানো হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: