![]() |
গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হলেন- কবির, ফারুক, জাকির, ইমদাদুল ও আসলাম। অভিযুক্ত পাঁচ বাংলাদেশি একটি ডাকাত চক্রের সদস্য বলে দাবি করেছেন দিল্লি অতিরিক্ত পুলিশ কমিশনার রাজিব রঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ডাকাতির জন্য ওই পাঁচজন তৈমুর নগরে জমায়েত হয়। গোপন সংবাদের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এ সময় তাদেরকে আত্মসমর্পণ করার কথা বলা হলে পুলিশকে লক্ষ্য করেই গুলি ছুড়তে থাকে ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশ। এতে দুজন ডাকাত গুলিবিদ্ধ হন। বাকি তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল, গুলি ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ দুই ডাকাতের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রাজিব রঞ্জন। তিনি দাবি করেন, ‘এই ডাকাত দল বেঙ্গালুরু, কোটা ও দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় অপরাধ সংঘটিত করেছে।’
পুলিশের ওই কর্মকর্তা জানান, বেঙ্গালুরুর একটি বাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায়ও তারা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
খবর বিভাগঃ
অপরাধ
আন্তর্জাতিক
ধর্ষণ
0 facebook: