26 November 2018

শ্মশানে মায়ের লাশের সঙ্গে ছেলের সেলফি ভাইরাল!

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আধুনিক জীবনের অন্যতম অনুসঙ্গ সেলফিবিশেষ করে তরুণ-তরুণীদের মাঝে সেলফি তোলা অভ্যাসটা যেন পেয়ে বসেছেসেলফির জন্য অনেক ক্ষেত্রে সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলছে কেউ কেউ

এবার এমনই এক ঘটনা ঘটেছে ভারতেমৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে এক যুবকএ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা

কলকাতার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা গণেশ দাসমৃত মায়ের সঙ্গে তোলা সেই সেলফি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর সেই ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে

গণেশ দাস সোনার গয়না তৈরির কাজ করেনথাকেন অন্য রাজ্যেগত বুধবার রাতে তার মা মারা যানখবর পেয়ে বাড়ি ফেরেন গণেশএর মধ্যে তার ভাই-বোনেরা মায়ের দেহ নিয়ে শ্মশানে পৌঁছে যায়

গণেশ বাড়ি ফিরে শ্মশানে ছোটেনগীতার দেহ তখনও দাহ করার হয়নিদাহ করার জন্য বাঁশের খাটিয়াতে শায়িত রয়েছে মায়ের লাশসেই দেহের সঙ্গেই সেলফি তোলেন গণেশ


শেয়ার করুন

0 facebook: