![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ওয়াজ মাহফিলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকার রাজারবাগ দরবার শরীফের আন্তর্জাতিক ওয়াজ আয়োজক কমিটির সদস্য আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও সেই ওয়াজের অন্যতম বক্তা আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ আজ রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশনের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে লিগ্যাল নোটিশ দুটি পাঠান।
নোটিশদাতারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওয়াজ মাহফিল নিষিদ্ধ করায় তাঁরা সংক্ষুব্ধ হয়েছেন। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে সকল নাগরিককে যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার দেয়া হয়েছে এবং ৩৭ অনুচ্ছেদে সকল নাগরিকের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রয়েছে। সংবিধানের ২ক অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয়েছে। ওয়াজ মাহফিলের ওপর নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞার মাধ্যমে নোটিশদাতাদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ওয়াজ মাহফিলের সাথে আসন্ন নির্বাচনের কোনো বিরোধ নেই। ঐতিহ্যগতভাবে শীতকালেই সারাদেশে ব্যাপক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। অথচ এখন নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের অজুহাতে সারাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে!
আগামী দুই কার্যদিবসের মধ্যে ওয়াজ মাহফিলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার জন্য নোটিশদাতারা নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। অন্যথায় নোটিশদাতারা উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট করবেন বলে নোটিশে জানিয়েছেন।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: