26 November 2018

আফগানে তালেবান হামলায় ২০ পুলিশ কর্মকর্তা নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবানদের হামলায় কমপক্ষে ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেরবিবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে হামলাটি চালানো হয়শুক্রবার মসজিদে হামলায় ২৭ জন নিহত হওয়ার পর আবারো বড় ধরনের হামলা চালালো তালেবানএনডিটিভির খবর

নিহতদের মধ্যে একজন সদ্য নিয়োগ পাওয়া জেলা পুলিশের প্রধান ছিলেনতাকে বহনকারী গাড়িটি জেলা শহরের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয়

ফারাহ প্রদেশের কাউন্সিলর সদস্য দাদুল্লাহ কানহে জানান, রোববার দুপুরে ল্যাশ ওয়াই জুওয়ান জেলার কাছাকাছি পুলিশ বহরে অতর্কিত হামলা করে সন্ত্রাসীরাএতে নিহত হয় ২০ জনএছাড়া প্রাদেশিক ডেপুটি পুলিশ প্রধানসহ চার পুলিশ সদস্য আহত হয়

এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবানরাগেল শুক্রবার দেশটির খোস্ত প্রদেশে একটি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত হয় অন্তত ২৭ জন


শেয়ার করুন

0 facebook: