![]() |
নিহতদের মধ্যে একজন সদ্য নিয়োগ পাওয়া জেলা পুলিশের প্রধান ছিলেন। তাকে বহনকারী গাড়িটি জেলা শহরের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয়।
ফারাহ প্রদেশের কাউন্সিলর সদস্য দাদুল্লাহ কানহে জানান, রোববার দুপুরে ল্যাশ ওয়াই জুওয়ান জেলার কাছাকাছি পুলিশ বহরে অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। এতে নিহত হয় ২০ জন। এছাড়া প্রাদেশিক ডেপুটি পুলিশ প্রধানসহ চার পুলিশ সদস্য আহত হয়।
এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। গেল শুক্রবার দেশটির খোস্ত প্রদেশে একটি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত হয় অন্তত ২৭ জন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: