![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাচন নিয়ে বিএনপি শেষ পর্যন্ত কী করবে বা কী করতে চায় সেটা বোঝা যাচ্ছে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) যে ধরনের প্রার্থী দিচ্ছে, তাতে প্রশ্ন থেকেই যায়, তারা আসলে নির্বাচন নিয়ে কী করতে চায়।
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, এটাকে তারা (বিএনপি) নির্বাচন বানচালের ইস্যু করতেই পারে। তারাতো এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারেরই (সিইসি) পরিবর্তন চায়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন, এই মুহূর্তে এ ধরনের দাবি বাস্তবসম্মত নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ড. কামাল হোসেনকে তাদের জোটের শীর্ষ নেতা বলা হয়। কিন্তু তাদের প্রধানমন্ত্রী কে, সেটা আমরা এখনো জানতে পারছি না।
নির্বাচনে মহাজোটের শরিকদের সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি প্রসঙ্গে কাদের বলেন, জোট-মহাজোটের শরিকদের সাথে মনোনয়নপত্র বাছাইয়ের মধ্যেই চূড়ান্ত করার চেষ্টা করা হবে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।
0 facebook: