07 December 2018

২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, ২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

খালেদা জিয়ার জন্য কারও কোনো দয়া চান না বলেও মন্তব্য করেন জাফরুল্লাহবলেন, খালেদা জিয়া মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমেকারও দয়ায় নয়

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন

জাতীয়তাবাদী চালক দল’-এর উদ্যোগে নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কী হবে?’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়

এতে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমরা খালেদা জিয়ার প্রতি কোনো দয়া চাই না, মুক্তিও চাই নাতার প্রতি সুবিচার চাইতাহলেই তিনি মুক্তি পাবেন

এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন তিনিবলেন, জনগণ বোকা নাসরকারের চোখে ছানি পড়েছে, কিন্তু জনগণের চোখ খোলা আছে

সরকারের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা আরও বলেন, যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করুন, আপনাদের (সরকার) সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে

এ সময় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনিবলেন, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছেনৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে


আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন

সূত্রঃ যুগান্তর 


শেয়ার করুন

0 facebook: