17 April 2019

সনাতনী মন্দিরে শিশু ধর্ষন চেষ্টায় এবার পুরোহিত আটক


বিভাগীয় প্রতিনিধিঃ যশোরে সাড়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জি (৫৪) নামে এক পুরোহিতকে আটক করেছে পুলিশমঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে যশোর শহরতলী বিরামপুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়প্রকাশ ওই মন্দিরের পুরোহিত

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ১৪ এপ্রিল দুপুরে প্রকাশ ব্যানার্জি মন্দিরে পূজা অর্চনা করছিলেনসেইসময় শিশুরাও উপস্থিত ছিলএকপর্যায়ে প্রকাশ ব্যানার্জি তার প্রতিবেশীর সাড়ে ৯ বছর বয়সী এক মেয়ে শিশুকে মন্দিরের মধ্যে পর্দা টানানো একটি কক্ষে নিয়ে চকলেট দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেনশিশুটি চিৎকার করলে বিষয়টি ফাঁস হয়ে যায়খবর পেয়ে পুলিশ প্রকাশকে আটক করেএ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন

স্থানীয়রা জানিয়েছে, পুরোহিত প্রকাশ ব্যানার্জি শিশুটিকে আগেও ধর্ষণের চেষ্টা করেছে১৪ এপ্রিল দুপুরে সুযোগ বুঝে মন্দিরের মধ্যে একটি কক্ষের মধ্যে ধর্ষণের চেষ্টা করলে নারীরা টের পানএরপর ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়


শেয়ার করুন

0 facebook: