08 December 2018

ইতালিতে নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ৬


আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির এ নাইটক্লাবে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেনএসময় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জনআহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে পূর্বাঞ্চলীয় উপকূলের শহর আঙ্কোনার ল্যানটার্ন আজুরা ক্লাবে এ ঘটনা ঘটে

জানা গেছে, নাইটক্লাবে স্প্রে থেকে আগুন ধরে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েল্যানটার্ন আজুরা ক্লাবে তখন কনসার্ট চলছিলসেখানে ১ হাজারের মতো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেনআতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই একসঙ্গে বের হতে গেলে প্রাণহানি ঘটে

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছেএদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত জুনে তুরিনে পটাকা থেকে আগুন ধরে আতঙ্ক সৃষ্টি হয়এসময় পদপিষ্ট হয়ে ১৫০০ জন আহত হোন


শেয়ার করুন

0 facebook: